(বৃষ্টি ক্রমাগত চলছেই। প্রেমিক-প্রেমিকার সাথে
সুখী মানুষের যেমন আনন্দ, চাষি আর দরিদ্র
মানুষের চিন্তায় চোখে ঘুম নেই।)


গহন আষাঢ় মেলেছে বর্ষার পাখা
গাঢ় নীল আকাশ বজ্র মেঘে ঢাকা।
না জানি কৃষক আছে কি-না ভুখা!
জল-থইথই জমি।ভ্রূ-যুগল তার বাঁকা।
যাদের জীবন শুধু দারিদ্রের পটে আঁকা
ঝুরঝুরে ঘরে কোন ক্রমে বেঁচে থাকা।      


বার বার মেঘের গুরু গুরু ডাকা
ঘরে বসে সময় কাটেনা একা একা।
তুমি ছাড়া জীবনে সবই তো ফাঁকা
তোমার সাথে কি হবে আর দেখা?
মনে ঝলকায় অনুরাগের প্রেম-রেখা-
ভয় দেখিয়ে যায় গগনে বিদ্যুৎ শিখা।  
দেবেনা কদম ফুল!প্রণয়-সুবাসে মাখা!
এসোনা হৃদয়ে শ্যামল সুন্দর প্রান-সখা!