সারা বেলা মালা গাঁথা
কাছে স্বজন আসে না
বুক পুড়ে হয় ছাই
ভালো সে তো বাসেনা।


মনে কত আশা জাগে
বসন্ত বিভাবরী স্বপ্নে
উচাটন মন প্রাণ
কায়া সাজে পুষ্পরত্নে।


কুহুতান কোকিলের
পাশে চায় প্রিয়তম
বিরহে প্রিয়ার শ্বাস
ওঠে নামে ঘন ঘন।


প্রেম ধূপ পুড়ে যায়
ওড়ে সুবাসিত গন্ধ
প্রিয় আসে ধীরে পায়
বাতাস বহে মৃদুমন্দ।