বাঁশির ধ্বনি শুনি আমি
বাঁশির ধ্বনি শুনি
তাঁর সাথে মিলন মেলার
দিন যামিনী গুনি।


নুপুর ধ্বনি শুনি আমি
নুপুর ধ্বনি শুনি
রাধারাণীর পায়ের নুপুর
বাজে যে শিঞ্জিনী।


দধি মন্থন করে দেখি
ব্রজের গোপনারী
মা যশোদার হাসি দেখে
হাসে গিরিধারী।


ব্রজধামে চলো সবাই
ব্রজধামে চলো
একবার দুহাত তুলে
গোপাল গোবিন্দ বলো---
🌷🌹🌷🌹


(আসরের সবাই কে শুভ জন্মাষ্টমীর
শুভেচ্ছা জানাই।তিনবার ডিলিট হয়ে এইমাত্র কবিতা পোস্ট হল)