সকলই ভুলেছে আজ পোড়া মন
ভোলেনি শুধু সেই মধু- ক্ষণ
আজকেও হাত বাড়ায় যে জন
তাঁর কাছে আছে শাশ্বত প্রেমধন।    


সকলই ভুলেছে ব্যাস্ত ত্রস্ত হৃদয়...
ভোলেনি তাঁকে যেছিল সদা সদয়
ছিলনা তাঁর প্রেম-প্রকাশে ভয়...  
হৃদ-টানে যে করেছিল মনটি জয়।


সবই ভুলেছে মন,ভলেনি সরল প্রাণ
যে অকপটে করেছিল প্রেম দান...
গাইত সে মিঠে সুরে হাজার গান
ভোলাত প্রিয়তমার ঠুনকো অভিমান।


ভোলা মন ভোলেনি তাঁর ভালোবাসা
যে ছিল নিরাশার মাঝে সরস আশা
আপদে বিপদে যে ছিল পরম ভরসা
রুক্ষ্ম বক্ষে সে আনত সরস বরষা।


ভোলা মন ভোলেনি সেই মধুর হাসি
কানে বাজে আজও তাঁর মর্মর বাঁশি
প্রিয়া ছিল তাঁর সব সময়ই উদাসী
তার কানে কানে বলে যেত সে-  
‘’তোমারেই ভালোবাসি............’’