ভুলে যাবো ভাবলাম
ভুলতে কি পারলাম?

আজ ভাবি মুছে দেবো
বেদনাকে বুকে সবো।

স্মৃতি তত চেপে বসে
হৃদয়ে চাবুক কষে।

মন বায়বীয় অস্থির
কিভাবে তারে করি ধীর?

জানি ভোলা সহজ নয়
বুকে বিচ্ছেদের সংশয়।

স্মৃতি গুলো আসে যায়
সে সঙ্গী হীন অসহায়।

ফেলে আসা আসেনা আর
ধুধু বুকে জমে হাহাকার।