চৈতি রাতের ঘটা
প্রিয়র হাসির ছটা
কতই মনোহর,
রাত জাগা দুই পাখি
নির্ঘুম চার আঁখি
নিরীক্ষমান পরস্পর।


সোহাগি তরু দোলে
প্রিয় শুয়ে প্রিয়ার কোলে
তার মুখ পানে চায়,
বাসী চৈতি চাঁদের হাসি
প্রিয়ার কাব্যে চলে মসি
প্রিয় বসন্ত রাগ গায়।


জোনাক পিদিম জ্বালে
চাঁদ ডুব দেয় জলে
যামিনী বোধহয় শেষ,
সমাপণ কাব্য গাঁথা
দোহার হল কি সব কথা!
কৃষচূড়ার তলে রইল প্রেমের রেশ।