শুধু তোমার প্রেম বিনে
কি আছে আর এজীবনে?
তুমি যে আমার প্রাণ
এ কথাই গলার গান।

হেমন্তিকার সোনার আঁচল  
শোনায় একটিই বোল
ভালোবাসি ভালোবাসি
দেখি দুষ্টু চঞ্চুর হাসি।

একাকী নীলরৌদ্র পাখি
নিটোল বিরহ মাখি
বসে থাকে এক কোনে
বোঝ কি তার মানে?

হাতে সুরের দোতারা
তুমি বিনে সুর হারা
সব কিছু হয় ভুল
ফিরে এসো বুলবুল।

(তাই বলে ঘূর্ণিঝড়-বুলবুল নয় বন্ধু।
আমার প্রেমিক)