আগে জানলা খুললে মহা অনন্ত আমার দিকে চেয়ে খিলখিল করে হাসত
আমি কত মনের কথা তাঁকে জানাতাম,
অনেক গভীর রাতেও চাঁদ তারার সম্মেলনে
তাঁর সাথে বিরহ ব্যথা ভাগ করে নিতাম,
নির্জনতায় সে ডাকত আমাকে আদরের ডালি
ভরে দেবার জন্য---
ধন্য হত মন আর সতেজ হত প্রাণ।


নিঠুর আবাসন কেড়ে নিল আমার
অনন্ত প্রেম কে,
কেড়ে নিল সবুজ প্রকৃতি কে,
মনে বড় অন্ধকার জমে গেছে বন্ধু,
বিশ্বাস করো, আমি অনন্ত কে ভালোবাসি, সে আমার প্রাণময় সখা,
প্রকৃতি আমার সখী, তার মৃদু কম্পনে নাচতাম কত, ভুলে যাইনি,
বিশ্বাস করো, বেঁচে থাকা বড় দুর্বিষহ
বেঁচে থাকা ঠিক খাঁচার মধ্যে,
ছটফট করে প্রাণ তাঁর সাথে মিলনের জন্য।