যেটা সব থেকে সহজ এবং সত্য
তাকে মেনে নিতে আমরা কুন্ঠা বোধ করি,
বোকা অজ্ঞানীর মতো  কাঁদি---
"ওরে আমার অমুক চলে গেল রে----"
কিয়দ সময় পর ভাবি, সে তো আর আসবেনা, ফিরবে না আর জগতের আনন্দ জলসা তে---


মৃত্যু!!!  সাধারণ মননে ভাবতে গেলে অতীব কঠিন, জটিল ভয়ঙ্কর---
নিরালায় নিদিধ্যাসনে বসে একান্ত নির্মল চিত্তে দুটো চোখ বন্ধ করে ভাবতে থাকি যখন; কোথায় হারিয়ে যায় নিগুঢ় আপনত্ব
আর যোগমায়ার টান--
কে! কোন সে জন!
কে ছিল আমার কবে!
আমার আত্মার সাথে তার যোগ ছিল কবে!
সে নির্মল, স্নিগ্ধ, সৌম্য, সুন্দর, তার তুলনা ঠিক তাঁর সাথেই---
সে অমৃত অনন্তর সন্তান---
চলে গেছে তাঁর কাছেই--
আমার কান্না, পরলোকীয় আচার কোনটাতেই তার অনুভূতি নেই---
শূন্য, মহাশূন্য, মহানীল ভুলিয়ে দিয়েছে জাগতিক জ্বালা দু:খ আর ক্ষণিকের আনন্দ,


সংসারে আমি অকৃত অধম,অজ্ঞানী,তাঁর খেলা ভুলে কেঁদে মরি সারাজীবন,---