ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে
ঝাপসা লাগে চোখে
পোষা মিনি গা ফুলিয়ে
দোরে বসে থাকে।
আলম চাচা টোকা মাথায়
মাছ ধরে ডোবা জলে
বকটি বসে গাছের উপর
চোখে কথা বলে।
একা একা দাঁড়িয়ে থাকি
তাঁরই প্রতিক্ষায়
বৃষ্টি নূপুর শুনে শুনে
সময় কেটে যায়।
অনেক ফুল ছড়িয়ে আছে
বকুল তলা ঘিরে
গাছের ডালে কে বসে গো
মন যে কেমন করে!  
তুমি আমার সেই সাথী কি!
চাই যাঁরে প্রতিদিন!
এসো এসো ঘরে এসো
শুধবো প্রেমের ঋণ-----