বৃষ্টি তে মন আনমনা হয়
জান কি তোমার জন্য?  
অঝোর ধারায় ভিজতে ভালোলাগে
চিত্ত হতে চায় বন্য।

বৃষ্টিতে ভিজাছিলাম মনে পড়ে
সেই সে কিশোরী কালে?
তুমি বলেছিলে "বন্ধু আমি" তবু
চুম্বন পড়েছিল গালে।

বলেছিলে, "বরমাল্যটা দেবে
এই অভাগার গলে
চিরকাল একাকী রব গো
তোমাকে জীবনে না পেলে"।

ধান ক্ষেতের আলপথ ধরে
অজানায় পা রেখেছিলাম
ভালোবাসার প্রত্যুত্তরে একবারও
ভালোবাসি কি বলেছিলাম?

অনেক বর্ষা কেটে গেছে একা একা
তোমাকে পাইনি তো কোনদিন!  
মৃত ফটোয় বরমাল্য দিলাম বরষায়
যদি শোধ হয় তোমার প্রেমের ঋণ।