পূবালী মেঘলা কম্পিত দীর্ঘ বাতাস
ঘনো ঘনো সুচারু বিরহীর দীর্ঘশ্বাস।


চাঁদ হীন যামিনী গুরু গম্ভীর আকাশ
ক্ষণে ক্ষণে ঝিলিক মারে শরতের কাশ।


কে একা বসে থাকে যমুনার তীরে?
যার অপেক্ষা সারাটি জীবন ধরে।


কোথায় লুকিয়ে সেই মনোহর মোহন?
কোথায় মিলাল তাঁর বংশী বদন?


ভুলে গেছেন কি তিনি তাঁর সখী রাই?
সখীর বিরহে আমিও অশ্রু বিলাই----