আমি যদি পদ যুগলের ব্যথা জানাই তোমারে
তুমি জানাবে সর্ব অঙ্গের বেদনা,
আমি এক চক্ষু হীন বলে কাঁদি যদি,
পাশে দেখি দুচোক্ষু হীন বন্ধুরে
বেদনা জানাই বলো কাহারে?


আসলে ঈশ্বর বড়োই করুণা হীন
বাজাতে পারলে একাই বাজাও জীবন বীণ,
জগতের কিছু মানুষ কে শুধু দুঃখ দিয়ে
তিনি আনন্দে উৎফুল্ল হন চিরদিন।
জীবদ্দশায় কষ্ট আর শেষ হয়না,
জীবন ধিকিধিকি জ্বলে, হিসেব মেলেনা।
সময়ে একদিন পুরোপুরি নিভে যায়
কে কার বেদনার খোঁজ রাখে হায়??