ব্যথার বালুচরে বাঁধা আশার ঘর
বুকে ধ্বনি ওঠে মর মর মর---


আশার কলকাঠি ছড়ায় এক মুঠো ছাই
রব ওঠে কানে যেন,কিছু নাই নাই---


শান্তি কাঁদে পথ ভুলে অনন্ত শূণ্যে
আঘ্রাণ থাকেনা আর সুবাসিত নবান্নে---


ভালোবাসা ঘুরপাক খায় মরীচিকায়
মানুষও ঘুরে মরে সেই ভালোবাসায়---