দুঃখ আমাকে কখনো টলাতে পারেনি
নিশ্চিত , একদিন মৃত্যু আসবেই জানি।
পাপের প্রায়শ্চিত্ত হয়,দুঃখের সেটা হয়না
মরণে শান্তি, দুঃখ আর সাথে থাকেনা।
জীবন ভরা দুঃখ শুধু নয় একা আমার
‘মনুষ্য-বোধে’র জনমটাই দুঃখের পারাবার।
আমি আমার বলে আর রাখিনি কিছু বাকি
‘সে’ যদি না বোঝে দিকনা আমায় ফাঁকি।
এই মাটির ধূলায় কে কার জন্য ভাবে?
কলহ বিবাদ হিংসাই ‘মানুষ’ সাজান ভবে।
তবু, তোমাদের ভালবাসা চেয়ে যাই বন্ধু
দুঃখ তো গোষ্পদ নয়, সে বিশাল সিন্ধু।
একটু প্রেমে আর বোঝাপড়ায় ফোটে ফুল
আশ্বাস আর প্রেরণায় ভেঙে যায় সব ভুল।
দুহাত বাড়ালাম এসো- নাওনা আমায় বুকে
প্রাপ্তি অপ্রাপ্তির উর্দ্ধে রাখোনা শান্তির সুখে!!