সেদিন ঠাকুমার নিকানো চৈতালি উঠোনে তুমি দাঁড়িয়েছিলে পাকা বেল হাতে নিয়ে ;
ওটা কি হবে?  
'দেখি কার মাথায় ভাঙা যায়---"
ইশারায় একবার চোখ মারলে আমার চোখে,  
আ---মার মাথায় ভাঙা হোক না!  
'তুমি তো একটা ফুল, সামান্য হাতের চাপেই চটকে যাবে তোমার সৌরভ
সেটা কি আমি চাইব!'
দীর্ঘশ্বাস চেপে হেসেছিলাম, একবার সংসার সমুদ্রে পা রাখি----
তুমি দেখতে পাবে তো আমাকে তখন?
সে কোন কথাই শোনেনি,
হাত ধরে নিয়ে গেছিল মাধবীলতা বিতানে;
মাথায় ঘুঁজে দিয়েছিল মাধবীলতা ফুল।


তারপর অনেক যুদ্ধ-সীমন্ত রেখায় ঘুরে ঘুরে চৈতালি ক্ষণ কে ভুলে, ক্লান্ত হয়ে পুনরায় ফিরে এসেছি মধ্য নোনাজলে;
নাকানি আর চুবানি; তবু আশ মেটেনা নোনা জলে খবি খাওয়ার----
ভাগ্যের পদাঘাতে চূর্ণ হয়ে গেছে ভালো  থাকার মেহনতী মন--
হারিয়ে গেছে দুর্জয় আশা---
বক্ষবিতানে ফোটেনা আর মাধবীলতা,
মিলিয়ে যাচ্ছে ক্রমশ নৈশব্দ রাতের স্বপ্ন--
লড়াই জাগান দিয়ে যাচ্ছে, অবিবেকীয় জনসমুদ্রে ঝাঁপ দিয়ে আরও লড়াই করতে--