চোখের জলে ভাসবে নাকি!
এসো তবে হাতটি ধরো
চুপটি করে ডুবটি মারো
মুক্তো আনো যত পারো।


চোখের জলের কতনা রঙ
তাতে খুঁজে নি রামধনু...
সাতটি রঙের বাহার দিয়ে
জুড়াই দেহের বহ্নি-তনু।


চোখের জলে স্বপ্ন ভাসে
কনসিয়াস্-টা হয় অবান্তর
সংসার এক গোলকধাঁধা...
নরকের-ই এক নামান্তর।


চোখের জলে স্মৃতি ভাসে
সাঁতরে নিই-না একটু সুখ
প্রেম তো বাঁকা-দুয়ো হাসে
ওকে দেখাই স্মাইল- মুখ।


জগৎ-বাসীর চোখের জলে
টলমল কান্না- সাগর বয়
সেই নোনাজলে ডুবে থাকি...  
যা হোক জয় আর পরাজয়।    


(কনসিয়াস্- স্বজ্ঞান // স্মাইল-মুচকি হাসি)