কোথায় গিয়ে থামবে আমার সোনার তরি!  
জানো কোন সুদূরের দেশে!
সেখানে থাকবে তুমি!বরণ করবে আমায় এসে!


হরিত বনে পাখ-পাখালির মিঠে গীতের সনে
গাইব বসে আনন্দ-গান
শুনে জুড়াবে তো তোমার বিরহী অপেক্ষিত কান!


সবুজ টিয়া চন্দনা আর ময়না-তোতার সুরে
নাচবে ফিঙে ময়ূর ময়ূরী
কত্থক নাচের তালে খুলবে আমার কালো কবরী।


শান্ত স্বচ্ছ নদীর জলে হঠাৎ যখন উঠবে দুলে
খুশির মৃদু-মধুর ঢেউ
চোখে চোখে বোলব কথা শুনবেনা তো কেউ।  


চলতে চলতে হরিত মাঠে দেখব গাই বাছুরের  
শুধা ভরা চিরায়ত মিল
আর,আমাদের সরল প্রেমে হাসবে দূরের নীল।


এই প্রপঞ্চময় জগতে, কে বোঝে কার আর  
লুকান সকল মনের কথা!
চলো,নিরুদ্দেশে হারিয়ে গিয়ে জুড়াই সকল ব্যথা।