বসন্তের মেঘহীন আকাশে অনেক ঘুড়ির মেলা...
তুমিও তো ওড়াতে একদিন...
তোমার ঘুড়ির সুতোতে কষে লাগিয়ে দিতাম মাঞ্জা
তোমার ঘুড়িও উড়ত উচ্ছলিত সুনীলে।  


এখন তুমি যেন প্রাণহীন হয়ে গেছ
শিথিলতা অলসতা তোমার মনে...
এমন মন-রোগে ভুগে ভুগে দেখো-
পৃথবীটাও কেমন অলস হয়ে গেছে...
স্ব-উল্লাসতা নেই ওর-ও মনে
তাই মানুষ গুলোও যেন অকর্মন্য...
ভালো কাজে নেই, কুকাজে পটু...      


একবার উঠে দাঁড়াওনা!
চলো, দুদিকের চ্যাপ্টা পৃথিবীটাকে দুজনে
ধরে শূণ্যে উড়িয়ে দিই, ঠিক ঘুড়ির মতো...
কি! পারবেনা?