চলো সেইখানে তে যাই
শিশু কালের মনটাকে
আবার ফিরে পাই---


চলো সেখানে তে যাই
হারানো দিন পাবনা ফিরে
তবু খুঁজে বেড়াই----


চলো সেইখানে তে যাই
আলিঙ্গনে থাকব মেতে
যেথায় কোন আইন নাই---


চলো সেইখানে তে যাই
যেইখানে তে শুদ্ধ মন
প্যাঁচঘোচের নেই বালাই---  


সেইখানেতেই চলো
মন্দ যেথায় নেই কিছুই
শুধু ভালো আর ভালো---


( যদি কেউ খুঁজে পান এমন জায়গা,
অবশ্যই হতভাগ্য কবিকে জানাবেন)