চিরাচরিত হরিতের দূত
হানা দিয়ে যায় বুকে
"বসন্ত এসেছে"কে বলে যেন
অনন্ত হাসি মুখে।
বাকবিতন্ডার সংসার,একঘেয়ে
লাগে রোজনামচায়
সব ফেলে দিয়ে নীলে মিশতে
আজ যেন শুধু মন চায়।
কি পেয়েছি,আর কি পাইনির
হিসেব করা তো যাবেনা
যা হারিয়েছে কত কাল আগে
তা ফিরে আর আসবেনা।
স্মৃতির মিলন মেলায় মিশতে
পারবনা আর কোনদিন
তবু স্মৃতি থাক লৌহ সম বুকে
বাজিয়ে যাক খুশির বীণ।