আর কত দূরে তুমি!
একলা ঘরে বন্দী আমি
কাটে দিন অবহেলে

হাসনুহানা শুকিয়ে যায়
কাঁদি বসে নিরালায়
বৈশাখী দিন যায় চলে।

সেদিনের গ্রীষ্ম রোদে
তপনের তপ্ত নিনাদে
জলকেলি তোমার সাথে

ফেলে আসা আসেনা ফিরে
বুক ফেটে যায় চিরে
ব্যথা বয়ে ফিরি চাঁদনি রাতে।  

"কেমন আছি"যদি জিজ্ঞাসা করো
নিজের বক্ষকেই চেপে ধরো
দেখো আসে কি না উত্তর!  

প্রেমকে করো অমৃত সমান
ফিরে এসে রাখো তার মান  
দাবদাহেই মিলন হোক সত্ত্বর।