(ঝরে যাওয়া কুঁড়িদের জন্য)      


দয়াহীন প্রেমহীন নিষ্ঠুর কুটীলরা করে পদাঘাত
সবুজ বৃন্ত থেকে স্খলিত কোমল ফুল আর কুঁড়িকে,  
ওরা কান্না শোনাতে চায় নির্বিকার পৃথিবীকে।


এই পৃথিবীটা এখন একশেরে স্বার্থপর বিচারহীন
ও ভাগ্যবান আর ধনীদের সাথে মেতেছে উৎসবে
লাস্যময়ী ভাগ্যদেবীই বা অভাগাকে মনে করেছে কবে?


নাম নাজানা কুঁড়িরা অবহেলায় নাফুটতে ঝরে যায়-  
ফুটপাতে স্যাঁতসেঁতে মাটিতে নয়তো জুতোর নীচে
ডাকেনা পাথরের ভেজ বা চকচকে জড়িরা কাছে।


অবাক লাগে! ইচ্ছে করে চিৎকার করে বলতে—
‘আমি অনাথ-অনাহারী অন্ন দে,নয় একগাছ দড়ি
মরি, নয়তো চুরি করি ভাগ্যবানদের বাড়ি বাড়ি’।