ধর্মের পবিত্র ধ্বজা
যারা ওড়ায়, ভাবে ‘আহা !  
আমি ধার্মিক, ধর্মে কেমন তাজা’!  


‘সবার উপরে আমার ধর্ম
আমার নেই জগতে আর কোন কর্ম
তাই,গায়ে পরি উগ্র জাতীয়তাবাদের বর্ম
মানুষ নই, মানুষখেকো......
ধর্ম নিয়ে নেই কোন হৃদয় মর্ম’।


গীতার বানী ‘’স্বধর্মে নিধনং শ্রেয়ঃ
পরধর্ম ভয়াবহঃ......’’
অর্থ- নিজ কর্মে থাকো অটল অহরহ
নয় জাত-জালিয়াতির খুন-বিরহ  
ধর্ম জগতে তৈরি নানা পথ,এতো কিসের কলহ?