(‘’দিনান্তে’’ একটি সংস্থা। যে বৃদ্ধদের কেউ নেই তাঁদের
দেখাশোনা করে থাকে)    


জীবনের অনেকটা পথ পেরিয়ে ক্লান্ত হবার কথা ছিল
দশ-ইন্দ্রিয়-পত্রগুলি বিবর্ণ হবে এমনও মনে হয়েছিল...  
দূর্বল বুক ভয়ে কখনও কেঁপে কেঁপে উঠেছিল......
অবসাদরা এক সাথে খিল খিল করে হেসে উঠেছিল।


হঠাৎ কুয়াশার ঝঞ্ঝা কাটিয়ে কে যেন হাত ধরল
‘ভয় নেই সঙ্গে আছি’ বলে সুহৃদের হাত বাড়াল...  
জীবন-দিনান্তে, ‘দিনান্তে’ই মহা-আলোকের গান শোনাল
যে ফুল ঝরে গেছে বলে অবহেলিত,সে-ই সৌরভ ছড়াল।


বোঝান গেলনা সবুজকে আত্মার রঙ এক সবারই...  
শিশু বাল্য যৌবন,ভৈরব কাটিয়ে ধরবেই দরবারি...  
আজ পিতা-মাতার বৃদ্ধাশ্রম একদিনতো আমারই...
বিবেক মানবতা সজ্জনের মতো বন্ধু ঠিক তোমারই।