হোক না জীবন শুখনো খরা
বন্ধ্যা বা নিষ্ফলা
সরস করে ফল ফলাবো
জড়িয়ে দোঁহে গলা।


পথ যদি হয় কাঁটায় ভরা
অথবা পিচ্ছিল
তুমি আমি হাতটি ধরে
ডিঙাবো পাঁচিল।


শুষ্ক খোয়া মাটি গুলি
রক্ত ঘাম দিয়ে
ফুল ফসল ফলিয়ে যাবো
লড়াইয়ের গান গেয়ে।


শ্রাবণ আর ভাদ্রতে যদি
ছাপিয়ে আসে বান
বুক বাজিয়ে বাঁধ দেবো
যায় যদি যাক প্রাণ।


এমন প্রেমই রেখে যাবো
যা জগতে বিস্ময়
দুখীর অশ্রু মুছিয়ে দিতে
পুনঃ আসবো নিশ্চয়!!!