বসন্ত কাল গেল চলে
এল দহন দিন
শাপলা ঝিলে তোমার সাথে
নাচব তাধিন ধিন।


সূর্য মামা ভ্রু কুঁচকে
যতই দেবেন তাপ
তোমার আমার আলিঙ্গনে
থাকবে না অনুতাপ।


ধানের আলে দুইজনেতে
কোরব খুনসুটি
মনে বসন্ত তো চিরদিনই
নেই যে তার ছুটি।


আম কাঁঠালের বনে বনে
কোরব লুকোচুরি
দহন জ্বালার মাঝেই দুজন
প্রেম স্বর্গ গড়ি।