সকলের বুকের পাঁজর- তলে
আছে পরমাত্মা— সে কি বলে?
‘’প্রেম-পদ্মর কুঁড়ি খুলে
ফুল ফোটাও মোহ ভুলে...
ভুলনা, যেতে হবে তাঁর কুলে’’।
    
          
খাঁচার পাখীরে জিজ্ঞাসিলাম একদিন
‘তুমি কি বদ্ধই রবে চিরদিন?’
সে বলে, ‘আমিতো মহাশূন্যে লীন
তোমরা ভুল ভাবো,আমি পরাধীন......’