পাশে বিশাল জল স্রোত
বিগত দিনের বৃষ্টির প্রভাব,
হাঁটতে হাঁটতে এই এই এক্ষুনি পড়ে যাচ্ছিলাম----
হ্যাঁ গো এক্কেবারে ম্যানহোলেই--  
কে যেন শক্ত হাতে আমার হাতটা ধরে হ্যাঁচকা টানে তাঁর বুকে টেনে নিল,
"কে কে কে আপনি? "
মুখে মিষ্টি মধুর দুষ্ট হাসি--
"ভালো করে দেখো চিনতে পারছ কিনা!"
"না না, আমি আপনাকে চিনিনা--"


"প্রতিদিন কাঁদছ আমার জন্য, তবু চিনতে
পারছ না বঁধুয়া?"
"এই এই এক্ষুনি ওই ম্যনহোলে পড়ে যেতে,
আমি না থাকলে---"
তাঁর হাত ছেড়ে পিছন ফিরে চলে আসতেই বাঁশি বেজে উঠল, পিছনে তাকিয়ে দেখি
কেউ তো নেই,
স্বপ্ন দেখছিলাম! না,আমি তো রাস্তায়--
তবে কে ওই পুরুষ?
"প্রভু---- প্রভু---- প্রভু দাঁড়িয়ে যাও,
একবার বলে যাও, তোমার পরম নিবাস  কোন খানে?"
সে যেন যেতে যেতে বলে গেল,
"তোমার বুকের গহীনে, আনন্দে, নামে গানে, ভজনে--"