দরজা খুললেই সামনে খোলা মাঠ
চার পাশে আম জাম লিচুর বন,
দিগন্তেররেখার আকাশ ভেঙে পড়েছে
মনেহয় ওখানে; একটু ছুটে গেলেই
আকাশ কে হাতের মুঠোয় নেবো--
ছুটতে থাকি, কই আকাশ ভেঙে পড়ে নিতো!
ভুল ভেঙে যায়, আবার ফিরে আসি  চিরাচরিত একঘেয়েমীর দালানে,
আত্মা হাসে; বোকা মনও হাসে,
অবিচল দৃষ্টি অনন্তের দিকেই স্থির হয়।


মন আত্মায় মিলে যায়---
বুকের ভেতর নৃত্য করে ওঠে প্রাণ--
কে? আপনি কে?
বিশ্বব্রহ্মন্ডের সব কিছুকে ছাপিয়ে, কিকরে আপনি একাই শাসন করে চলেছেন??
সে শর্তে আমিও আপনার সন্তান,
একবার দয়া করে বুকে ঠাঁই দিন,
একবার বলুন, "এসো হে পৃথ্বীর অভাগী  অকেজো সন্তান,আমি তোমারও পিতা"