আর সব মৃত মানব মহামানবের মতো
এই রূপ রস গন্ধে ভরা জগৎ মাতা কে
একদিন ছেড়ে চলে যাব,
কে মনে রাখবে, কে রাখবে না তার হিসাবে
হয়তো কারো কাজ নেই,
আমার ও নেই,
জগৎ ঠিক তাঁর নিয়ম মেনে চলে;  
ভালো কাজ! কি জানি করেছি কিনা কোনদিন!
তবে মুছে যাওয়া স্মৃতি কে ভেবে হৃদয়াশ্রিত
প্রাণের প্রিয় রা কষ্ট পাক, তা আমিও চাইনা।


ভুলে যাওয়াই ইহ জগতের শাশ্বত ধারা
সেই প্রচলিত ধারাকে অবলম্বন করে তুমি
আমাকেও ভুলে যেও প্রিয় বন্ধু,
না না, ক্ষোভ অভিমান নয়,
কোন আক্ষেপ ও নয়,
সবুজ পাতা যেমন ধুসর হলে, আদর পায়না
মাটিতে ঝরে পড়ে, চরণ ধুলো তে হাহাকার করে,
ঠিক সেভাবেই ভেসে যাব আমি ছাই হয়ে নদীর কূলে কূলে-----