নক্ষত্রদের সাহচর্যে চাঁদ আলো রাখে জগতে,
মাঝে মাঝে সূর্য কে যেন মৃয়মাণ দেখি
হতাশায় ভারাক্রান্ত তাঁর দৃপ্তী,
পৃথিবীকে মনে হয়,এইমাত্র নিদ্রা ভঙ্গ
আলস্যভরা ভাল্লাগেনার প্রতিচ্ছবিতে ;  
তরুলতা দোলে অনিচ্ছুক ভঙ্গিতে,
পুষ্প দল প্রস্ফুটিত হতে না হতেই ঝরে পড়ে,
বড় কষ্ট হয় বিশ্ব ব্রহ্মান্ডের বিরূপতা দেখে---


হায় "মা" বছর বছর মর্ত্যে এসে তুমি শুধু
অপমানিত হও; মায়ের সম্মান কি তোমার
সুপুত্র রা রেখেছে?
মাতৃ অসম্মানের খাতায় রেড মার্ক---
হ্যাঁ, তুমি এসো বারবার অসুর দমনের থিম নিয়ে,
যদি লজ্জাহীন অসভ্রম দুষ্টদের চোখ খোলে---
আর বিশ্ব ব্রহ্মান্ড কে বুঝিও, ধার্মিক সৎ সন্তান
এখনও মর্ত্যে আছে---