ললিত মনের মাধুরি মিশিয়ে
একটা রাত থাকো
তোমার আদর মাখানো হাতটি
আমার মাথায় রাখো।
বারবার তুমি চলে যেতে চাও
প্রেম শূন্য কি বুক?
তোমার সাথে মেলার আশে
আমি যে উৎসুক।
বিরহীনি রাত কাটে কত দুখে
খোঁজ রেখেছ কি তুমি?
সকল ব্যথা দেখেছেন সেই
অমর অন্তর্যামী।
আজ রাত সাক্ষী থাকুক
তুমি রও পাশে
মেঘ, দীপক রাগ গাইবো আমি
রুদ্র বৈশাখের ত্রাসে।
"রজনী গো যেওনা চলে--"
তুমি গেও পিয়ানোতে
সানন্দে বিদায় নিও নাহয়
নিঠুর আগামী প্রভাতে।