সুনীল নভে উড়ে যায় হাউই বাজি
তবু চলেনা নীলের সাথে কোন কাজই।
ছাই হয়ে পড়ে শেষে ধরণিতে এসে...
ধরার জন্ম যার সে ধরাতেই মেশে।


দেহ খোলসটি রইবে পড়ে...  
প্রাণ-আত্মা যাবে শূন্যে উড়ে...
যে ভবে জন্মায় সেই-তো মরে
বেকুব মানুষ শুধু হাঙ্গামা করে।