ঠিক এমন বর্ষার দিনে তুমি এসেছিলে


আমাকে বর্ষার সুবাসে ভালবেসেছিলে


বোকুলের মালায় কবরী বেঁধেছিলে


আলতা রাঙা পায়ে নূপুর পরিয়েছিলে


ফুলের রেণু কম্পিত কায়ায় মাখিয়েছিলে


কোমল হাতে সুকঠিন হাত রেখেছিলে


চঞ্চুতে তোমার উষ্ণ চঞ্চু ঠেকিয়েছিলে  


স্মৃতির জন্য একটা উপহার দিয়েছিলে


আসব আবার যাবার সময় বলেছিলে


নব-আনন্দে আর কি ফিরে তাকিয়েছিলে?


স্মৃতিকে একবারও আর মনে করেছিলে?