এমনই বৃষ্টির দুপুরে
সুর উঠেছিল নুপুরে
তুমি ছিলে হতবাক


মেঘমল্লার রাগে
আকুল প্রেম অনুরাগে
করেছি তোমাকে অবাক।


রিমঝিম রিমঝিম  
দুপুরে বেজেছে বীণ
সাথে তোমার গান


দিবস যায় রজনী যায়
তুমি তো আসোনা হায়
বোঝনা বিরহিত প্রাণ?


মালা গাঁথা বকুলের
ঢেউ উঠে আকুলের
তুমি কেন উদাস আজ?


একবার খোল নয়ন
শুকিয়ে যায় অঞ্জন
দেখো দেখো অপরূপ সাজ।