(আমার বাবা-মা আর শ্বশুর বাবা-মা-য়ের
জন্মভূমি সোনার বাংলাদেশ। যে গল্প বলতে বলতে
[যাঁরা জীবিত আছেন] তাঁরা এখনও কেঁদে অস্থির হন।
আমি না গেলেও নেটে তাঁকে দেখি আর মনেমনে কাঁদি।
আশা রাখি একদিন যাবোই।)      


ঘন নীল স্বচ্ছ আকাশ দেখেছ বন্ধু!
যে শুয়ে আছে  দিগন্তরেখার পাড়ে!
আমার পিতা-পিতামহ-মাতার বাংলাদেশ
আমি থাকি নগ্ন সীমারেখার এক ধারে।


কাকলীর কলতান শুনেছ এতো কোথাও?
আর কোন দেশে বিদেশে বা মহাদেশে!
আনন্দে পাগল হবে, দিশাহারা হয়ে যাবে
একবার এসো না সোনার বাংলাদেশে।


সবুজ কার্পেট পাতা ধান পাট সর্ষের  
ক্ষেত দেখেছ কোথাও মুগ্ধ নয়নে?
সব দেশে হয়তো সবই পাবে, তবু-  
আলাদা বাংলাদেশ তাঁর রূপ-টানে।


আঁকাবাঁকা নদী দেখেছ তো কোথাও?
দেখনি বাংলাদেশের মাতা সম নদী
ক্লান্ত, তপ্ত দেহ শীতল হবে নিমেষেই    
মেঘনা-পদ্মার বুকে একবার নামো যদি।


শাপলা শালূক দেখেছ কি কোনদিন?
পেয়েছ গ্রীষ্মের নানা রসাল স্বাদু ফল?
কলসি কাঁখে দেখেছ বঙ্গ-মাতার রূপ?
‘’মা’’বলতে তোমার চোখ করবেই ছলছল।