ফাল্গুনে মিঠে মিঠে ঝিরিঝিরি হাওয়া
কৃষ্ণচূড়া গেঁথেগুনগুন গাওয়া।
শুকনো পল্লব ভুঁয়ে ঝরে পড়ে
শিমুল পলাশ তরু শুধু মাথা নাড়ে।
কোকিল টা গেয়ে চলেএকটানা গান
প্রিয় তার নেই পাশে বিরহিত প্রাণ।
প্রকৃতি খুশি খুশি সুহাস্য অয়ন
ঘোর যেন ফেরে না মনমুগ্ধ নয়ন।
লেবু ফুল সুবাসিত নীলিমা গগন
ফাল্গুনী ফাল্গুনী উতলা কবি মন।