ফিরে যেতে পারব কি!
ফিরে যেতে পারব না
স্মৃতি বন্ধু সখা,আর ডেকনা।


বুকের সেই ফাগুন আবীর
আর কে দেবে গালে!
শূন্যতা কেঁদে মরে ভালে।


সবুজ বনানী, পাখির কুজন
সব হল যেন স্বপ্নময়
সৃষ্টির পৃষ্ঠতে লেখা থাকে ক্ষয়।


সে বলেছিল আসবে ফিরে
কই, এল না তো আর!
নিজেই সাজাই রোজ সমাধির ধার----