নাম না জানা হাজার ফুল বাগানের আনাচে-কানাচেতে ফুটে থাকে,
অনেক সৌরভ ছড়ালেও, তাদের সযত্নে তুলে দেবতাদের পায়ে অর্পণ করে না কেউ,
একদিন শুকিয়ে মাটিতে ঝরে যায়--
একটি ফুলদানিও জোটেনা তাদের।  
অথচ অনামী সুগন্ধীহীন হতশ্রী ফুলরাও ঈশ্বরের চরণ পায়,
অনাসেই ফুলদানি জুটে যায়,
কত হর্ষিত মনে গন্ধহীন ফুল গর্ব দেখায়,


হায় বিধাতা, হায় তাঁর বিচারের দন্ড!
সমান  এবং সরল বিচার মানুষ সমেত দেবতাও দেখাতে পারেনি,
এর নাম জগৎ সংসার আর বেঁচে থাকা।
প্রাণী পশু পাখি কেউ করাল বিচারের হাত থেকে রেহাই পায়নি---  
আর ভালোবাসা! মনের মানুষ!
তোমরাই খুঁজে নিও,পেয়ে গেলে জানিও--


(আমি কিন্তু পেয়েছি।অনেকের দুঃখ শুনে দেখে কবিতা টি লিখলাম)