ভীষণ গরম
মন শুধু নরম
চলে বরফ ঘর্ষণ
নেই কোথা বর্ষণ---

আকাশ নীল
উদাস নিখিল
বৃষ্টির দোরে খিল
নীরব অনিল----

ঝর ঝর ঘাম
ঝরে অবিরাম
কোথায় আরাম!
গায় মশা গান---

মানুষ অভ্যাস-দাস
খাটে বারোমাস
তপন কিরণে হতাশ
পড়ে চরম দীর্ঘশ্বাস।