(কবিরা বাস্তব দুনিয়ার চিত্র কাব্যে তুলে ধরেন।
বাস্তব সর্বদাই অতীব রূঢ় হয়। তার মধ্যেই কবিরা
শুনিয়ে যান বেঁচে থাকার গান।)      


দুটো পেয়ালায় দুটো পানীয়......
একটাতে ঝাঁঝাল বিষ—অন্যটাতে
মৃত্যুহীন অমৃত
কোনটা নেব? প্রথমটাতে একটু শুধু
দাপাদাপি, দ্বিতীয়টাতে তো চিরজীবি
হয়েও চির মৃত।


কেউ কি বলে দিতে পারে কারোকে
শুধু শুধু বেঁচে থেকে লাভ কি আছে
লড়াইয়ের দুনিয়াতে?
দীর্ঘায়ু হ’য়ে কৃপণ ভুবনে কার থেকে  
কোনদিন কোন্-টা পাওয়া গেছিল  
এক্কেবারে ফ্রি-তে?


দুবেলা অন্নের জন্য বোধহয় আমরা চলেছি
বহুকাল ধরে এক গোলের দিকে,যেখানে-  
খোঁড়া সবার কবর
প্রতিবাদের ভাষা নেই, ও গুমরে কাঁদে ;
অস্ফুট ওর আশ্বাস...‘তমসায় হারিওনা বন্ধু                
একদিন আসবেই ভোর’।