চাঁদ জেগে থাকে
আমি ঘুমিয়ে পড়ি
ফুলেরা গব্ধ ছড়ায়
আসে বসন্ত- পরী।


হঠাৎ জেগে উঠি
পরীর চুমুর পরশে
কচিরা হাসে নাচে
জাগি শান্তি-পরশে।  

লাল গোলাপ আবার
বলে যেন কানে কানে
আসবো আগামী রাতে
ভরিও মন গানে গানে।


ভ্রমরের গুনগুন শুনি!
না-কি বাজে নিক্কন!
না-কি মমচিত্ত মাঝে
দুলে উঠে কোমর চিক্কন!


পূর্ণিমা নয় গো বন্ধু...
হাসে একাদশীর চাঁদ
সদানন্দে মাতে পরমাত্মা
কেটে যায় দুঃখ অবসাদ।