হাসনুহানার মধুর সুবাসে
এসো তুমি আমার পাশে...
বোসনা প্রিয় বিদায়ী-‘কাশে’
এসো হেমন্তিকাকে ভালোবেসে।


বিদায় নিয়েছিলে সেই কবে
বলেছিলে, ‘আবার দেখা হবে
সূর্যের অস্তরাগে পূর্বী গাইবে...  
হাসনুহানার ফাঁকে দাঁড়িয়ে রবে’।


কত পূর্বী গাইলাম এতো কাল
কি দিল আমায় পোড়া ভাল!
অস্তে রবি রোজ লালে লাল...
আঁধার কেটে আসে সকাল।


মঙ্গল গাই রোজ সান্ধ্য-শাঁকে
চাঁদ তারারা নিত্য সাঁঝে ডাকে
ঝিঁঝিঁরা গান শোনায় আমাকে
অপেক্ষায় রই হাসনুহানার ফাঁকে।


তুমি আর ফিরে এলে কই!
তোমার আসার আশায় রই
যদি আমি প্রণয়-অযোগ্য হই
তবু জেন,তোমাকে ভালোবাসবই।


(কাশে> কাশফুলে // পূর্বী >একটি রাগের নাম)