হাসতে ভুলে গেছি আমরা
হাসতে ভুলে গেছি
গোমড়া মুখে আজ আমরা
মৃত্যুর কাছকাছি।


আনন্দ ভুলে গেছি আমরা
আনন্দ ভুলে গেছি
পর সমালোচনায় মত্ত হয়ে
মরেও বেঁচে আছি।


শান্তি ভুলে গেছি আমরা
শান্তি কে কই খুঁজি?
অসৎ কর্ম যাচ্ছি করে
সবই কিন্তু বুঝি।


পরিবর্তন খুঁজি কোথায়
আত্ম সমালোচনা কই?
নিত্য কূপমন্ডুক হয়ে
পোষ্য ভীতে রই।


ফেরার কথা ভাবি কখনো?
ফিরতে হবে ঘরে!
আপন স্বার্থ কলহ নিয়ে
পর-ঘর রেখেছি ভরে।