হারিয়ে যেতে আমারও সাধ জাগে
বন্ধু,রাঙাবে কি মন নব অনুরাগে?

আমিতো মিলতে চাই,জানি পরকীয়া
আন- বুকে মিশতে কাঁপে যেন হিয়া।

বিহঙ্গ সাথে ডানা মেলতে সাধ হয়
তুমি পাখা নামেললে লাগবে যে ভয়।

বৃক্ষের মত মাথা তুলতে চাই আকাশে
তুমি নাথাকলে ভেঙে পড়ি যদি বাতাসে!  

স্বচ্ছ নদীর মত মিলতে চাই সাগরে
মোহনাতে হারাবার ভীতি আসে প্রতিবারে।

চাঁদকে কাছে পাবার বড় সাধ চিরদিন
স্বপ্নেও মেলেনা সে, ভাগ্য যে বড় দীন।

তুমি যদি সাথে থাকো পেয়ে যাবো সব
কৃষ্ণচূড়ার রঙ মেখে এসো করি কলরব।