সেদিন সুদীর্ঘ পথ পরিক্রমা ছিল
সবাই এগিয়ে গেছে,আমিই পিছনে,
মাটির স্তুপের উপর বসে হাঁপাতে লাগলাম।
সামনে দেখি সুদীর্ঘ সুন্দর এক ছায়া মূর্তি,
চমকে উঠে বললাম,আরে আপনি!!!  
আবছা মূর্তি হেসে বললেন,"জল খাও"
জল আমার কাছে নেই---
তিনি অস্পষ্ট হাত বাড়াতেই ঘট ভরা জল--
আপনারদের তো দেখা মেলেইনা---
"ভালো কাজ করো,মন দিয়ে ডাকো--"
দেখুন চলতি প্রবাদ বাক্য বাদ দিন, আপনারদের ডাকলে সাড়া মেলেনে,চোখ অন্ধ,মুখ নির্বাক, হাত পা অসার, যুগের পার যুগ মাহান রা ডেকেছেন, সাড়া----
থামিয়ে তিনি বললেন, নিদিধ্যাস,কীর্তন---"
আমি তাঁকে থামিয়ে, ছাড়ুন ওসব, দরিদ্রদের খাবার অন্বেষণে সময় বয়ে যায়,ধ্যান আর কখন হবে!  তবুও ডাকে সবাই---


আসলে আপনারা এখন বুর্জোয়াদের তেলে মাথায় তেল দিতে ব্যস্ত--
"ধনীদের গত জনমের পুণ্যফল "
গত জন্ম কথা কর্ম ওখানেই শেষ, এ জন্মে টানবেন কেন প্রভু?
"এটাই উপরের কানুন"
ভুল, কানুন শুধরে নিন প্রভু,ধনীকে একছত্র অধিকার দিয়ে, দরিদ্রকে অসহায় ভাবে মারছেন,টাকার অভাবে খারাপ কাজ করলে ধর্ম রুলে পিষে মারছেন--
এ কি ভগবানের কাজ বলুন তো!
ভালো কাজ করলে জুতো খেতে হয়!
"ওটা সাময়ীক, ভালোর ফল পাবেই"
প্রমাণ দিতে পারবেন? এখন ভালো মানুষ বেশি কষ্ট পায়,আর মন্দরা লুটে খায়,
আপনি যদি ঈশ্বর হবেন, সন্তানের দু:খে--
আরে আপনি কোথায়?


সামনে দেখি আমার স্বামী দাঁড়িয়ে, হাতে তার জলের বোতল---  


(এটা কিন্তু কবিতা নয়, মনের জমা প্রতিবাদ আর ক্ষুব্ধ কথা এভাবেই বলা। ওই পাগলের প্রলাপ ধরে নিন বন্ধু )