এখন অনাসেই জলে পা দিলে
ভিজে যাবে শীতল হবে পায়ের পাতা
হাতে রয়েছে দুরন্ত বৃষ্টিকাব্যের খাতা।


আলতার রঙ ধুয়ে যাবে নিমেষেই
কদিন আগেও ধুঁকছিলাম গরমে
ওরে বাবা ভুলে যাব! থাকবে মরমে।


নিশিকামী জোনাকি রা এখন নেই
শামুক চলছে গুটি গুটি পায়ে নির্ভয়ে
নির্ঝঞ্ঝাট পথ,তুমি এসো গান গেয়ে।


দরজা তো একটাই, সেটা মনের
তোমার বিবেচিত মন কোথা দিয়ে ঢুকবে
আমার অপেক্ষিত চোখ তিমিরে জাগবে।


আগুনের সাথে বায়ুর মিশ্রণে যে
তামার লিপিটা বানিয়ে রেখেছি সযত্নে
তুমি রেখো এটা বুকে তোমার রত্নে।


তাতে তোমার সাথে আমিও রইব পাশে
তুমি আমি সব্বাই একদিন তো চলে যাবো
তাম্র লিপিতে মৃত্তিকার নিচে ইতিহাস হবো।