নাম জানিনা
দেশও জানিনা
মন বলে তোমাকে চাই
পাই বা না পাই।

তুমি সুন্দর
না অসুন্দর!
কিছুই জানিনা
মন তবু মানেনা।

তুমি মূক
না বধীর!
গাও কি গান?
জুরাতে পার দগ্ধ প্রাণ?  

তুমি মিতভাষী!
হাসো কি প্রাণ খোলা হাসি!
বলতে পার কি
"তোমায় ভালোবাসি"!