কোন একদিন সে-ও মুকূট মাথায় দিয়ে
কারো বৌ হয়ে এসেছিল......  
অথবা কেউ বৌ নিয়ে ঘরে
হাসি মুখে প্রবেশ করেছিল......
ক্ষণিক বসন্ত অতিথির মতো একটু
ক্ষণ কেদারায় বসেছিল......
অনেক সুগন্ধি ফুল ফুটেছিল......
গুনগুন গান ভোমরা-রা শুনিয়েছিল...
চাঁদও নীল নভে কত হেসেছিল......
আদীম আকর্ষনে দুজন মেতেছিল......


তারপর একদিন সংসারের করাল
হিসাবনিকাশ শুরু হয়ে গেল
পাওয়া না পাওয়ার অক্টোপাসরা
কখন বসন্ত চাঁদকে বিদায় জানাল
কুটিল চিন্তা-যক্ষ ভাগাড়ে আশ্রয় নিল
দোরে এসে দাঁড়াল কখন শববাহী যান
সেদিনও কত লোক ফুলে ভরাল নিথর প্রাণ
‘রুদালীর’ দল কান্নায় দিল তাকে অন্য এক সন্মান।
অনন্ত দুহাত বাড়াল 'ফিরে আয় যুদ্ধ-জয়ী কনিষ্ঠ সন্তান।  



(নিকট এক পড়শি বন্ধু এক্সিডেন্টে মারা গেছেন
ছ-দিন আগে। আজ তার মা-ও বিদায় নিলেন)